মামলার আবেদন
১নং পাকা ইউনিয়ন পরিষদে ২০১৬ সালে যে সকল মামলা আবেদন গ্রহণ করা হয়েছে তার সম্পকে বিস্তারিত
মামলা গ্রহণ।
মামলা নং ১০/১৬
বরাবর, তারিখঃ-১৭-০১-২০১৫
চেয়ারম্যান
১নং পাঁকা ইউনিয়ন পরিষদ
বাগাতিপাড়া, নাটোর।
বিষয়ঃ- অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
মোঃ সবুজ ইসলাম শাওন মোঃ আশিকুজ্জামান নয়ন
পিতাঃ মৃত- আক্কাস আকুন্দ পিতাঃ মোঃ আক্কাস অালী
গ্রামঃ চকমনো গ্রামঃ পাঁকা
উপজেলাঃরানিনগর ডাকঘরঃ পাঁকা
জেলাঃ নওগা । উপজেলাঃ বাগাতিপাড়া
মোবাইল নংঃ- ০১৭৩৮৮৩৬১৪২ জেলাঃ নাটোর।
জনাব,
বিনিত নিবেদন এই যে, বিবাদী হঠাৎ আমার সঙ্গে পরিচিত হয়ে সে আমার বাড়িতে যাওযার জন্য আমাকে ফোন দেন। আমি মানবিক চিন্তা ভাবনা করিয়া গত ১৫-১১-২০১৫ ইং তারিখে আমার বাড়িতে আসতে বলিলে বিবাদী আমার বাড়িতে আসে। তারপর ১৬-১১-২০১৫ ইং তারিখে সকাল ৭ ঘটিকায় বিবাদীকে অনেক খোজাখুজি করিয়া আর তার খোজখবর পাই নাই। কিছুক্ষন পর বাড়ি এসে দেখি আমার ঘরের টেবিলের ডয়ারের চাবি ঝুলন্ত অবস্থায় রাখা। পরে ডযার খুলে দেখি সেখানে রাখা আঠার হাজার টাকা নেই। বিবাদী আমার আঠার হাজার টাকা এবং একটি মাইসেল মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। যাহার মুল্য সাতহাজার টাকা মাত্র।
অতএব জনাব আমি নিরুপায় হয়ে আপনার স্বরনাপর্ন হইলাম। আপনি অনুগ্রহ করিয়া যাহাতে আমি টাকা ও মোবাইল ফোন ফেরত পাই সেই ব্যবস্থা করিয়া দিতে আপনার মর্জি হয়।
আবদনকারী
মোঃ সবুজ ইসলাম শাওন
পিতাঃ মৃত- আক্কাস আকুন্দ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস